নগদের সঙ্গে ক্লিকজো’র চুক্তি

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ই-কমার্স মার্কেট প্লেস ক্লিকজো। এই চুক্তির ফলে বাংলাদেশের ই-কমার্স ইতিহাসে প্রথমবারের মতো ক্যাশ-অন-ডেলিভারিতে পণ্য ডেলিভারি নিয়ে ক্রেতারা পাবেন ক্যাশব্যাক।

বৃহস্পতিবার নগদের প্রধান কার্যালয় বনানীতে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লিকজো’র প্রধান নির্বাহী মোহাম্মদ শাফকাত আলম, অপারেশনস ম্যানেজার মাহাদি হাসান, নগদের হেড অব মার্কেটিং ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন সোলায়মান সুখন, হেড অব বিজনেস (সেল) মোহাম্মদ সিহাব উদ্দিন চৌধুরীসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী আগামী ২৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ক্লিকজো থেকে পণ্য কেনাকাটা করলে ক্রেতারা ১৫ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত) পাবেন। এই ক্যাশব্যাক অফারটি ক্রেতারা উপভোগ করতে পারবেন নগদ অ্যাকাউন্টের মাধ্যমে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: