অনলাইনে ভ্যাট নিবন্ধনের সময় বাড়ল ১ মাস

দেশের বিভিন্ন বণিক সমিতির অনুরোধে অনলাইন ভ্যাট নিবন্ধনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগের ঘোষণা অনুযায়ী আজকেই ছিল (৩১ অক্টোবর) ভ্যাট নিবন্ধনের শেষ দিন।

এনবিআর সূত্র জানায়, এখন পর্যন্ত অনলাইন নিবন্ধন হালনাগাদ করেছে প্রায় ৮৩ হাজার ৪০০ প্রতিষ্ঠান।

এর আগেও নিবন্ধন হালনাগাদ করার (৯ সংখ্যার স্থলে ১৩ সংখ্যার নিবন্ধন) জন্য ১৪ দিন সময়সীমা বাড়ানো হয়েছিল।

এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এর আগে ৯ সংখ্যার নিবন্ধন নিয়েছিল ১ লাখ ৭২ হাজার প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠানের নামে ভুয়া নিবন্ধন হয়েছিল।

এখনো সক্ষম অনেক প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আসেনি। ফলে পরবর্তী সময়ে ব্যবসায়িক কার্যক্রম কিংবা আমদানি-রপ্তানিতে সমস্যায় পড়তে পারে বলে জানান তিনি।

চলতি বছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করেছে এনবিআর। এই আইন অনুযায়ী, অনলাইনে নিবন্ধনের মাধ্যমে প্রতি মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রিটার্ন দাখিল করতে হবে।

ব্যবসায়ীরা নতুন পদ্ধতির নিবন্ধনে অনেক জটিলতায় পড়ছেন বলে অভিযোগ করছেন। আবেদনের তিন কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেয়ার কথা থাকলেও অনেক সময় এক মাস পেরিয়ে যায়।

এমন পরিস্থিতিতে ভ্যাট নিবন্ধনে হয়রানি না করা কিংবা অহেতুক দেরি না করতে মাঠ পর্যায়ের অফিসগুলোকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছে এনবিআর।

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নিলে ব্যবসায়ীদের ১০ হাজার টাকা জরিমানার ক্ষেত্রে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে এনবিআর।

এছাড়া ভ্যাট আহরণ বাড়ানো ও স্বচ্ছতা আনতে দাখিলপত্র (ভ্যাট রিটার্ন) জমার দেয়ার ক্ষেত্রেও কঠোরতা অবলম্বন করা হবে।

নিবন্ধনহীন প্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকগুলো কোনো ধরনের ঋণপত্র ইস্যু করতে পারবে না। ফলে আটকে যাবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

কোনো ধরনের দরপত্র কার্যক্রমেও অংশ নিতে পারবে না অনিবন্ধিত এসব প্রতিষ্ঠান। শুল্ক স্টেশনগুলোতেও এক ধরনের ‘কালো তালিকাভুক্ত’ হয়ে যাবে তারা।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024
img
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ Mar 28, 2024