বিদায়ী বছর পুঁজিপতিদের কাছে স্বস্তির ছিলো না

২০১৮ সাল ছিল বিশ্ব পুঁজিপতিদের খারাপ সময়ের বছর। ফলে বিদায়ী বছরটি তাদের স্বস্তি দিতে পারেনি। এ সময় যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পরে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বছর শেষে যুক্তরাষ্ট্রের ডাও জোন্স সূচক কমেছে ৫ দশমিক ৬ পয়েন্ট। এস অ্যান্ড পুওর ৫০০ কমেছে ৬ দশমিক ২ শতাংশ। নাসডাক হারিয়েছে ৩ দশমিক ৯ শতাংশ দর। এশিয়ার পুঁজিবাজারে হংকংয়ের হ্যাংসেং সূচক কমেছে ১৪ শতাংশ। জাপানের নিকেই হারিয়েছে ১৫ শতাংশ দর। চীনের সাংহাই কম্পোজিট সূচক কমেছে ২৫ শতাংশ। যুক্তরাজ্যের প্রধান সূচক বছর শেষে কমেছে ১২ শতাংশ।

এ সুচক কমে যাওয়ার কারন হিসাবে মনে করা হয়, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের ঝাপটা ও বৈশ্বিক প্রবৃদ্ধির শ্লথগতির কারণে নেতিবাচক অবস্থানে চলে যায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। বিশ্বজুড়ে বানিজ্যযুদ্ধ ও রাজনৈতিক সমস্যা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বারবার সুদের হার বাড়ানোর বিষয়টিও যুক্তরাষ্টের জন্য লক্ষণীয়।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: