বরিশালে বিমানের ফ্লাইট বাতিল

বরিশাল বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী একটি উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার দুপুর ১২টা ১০ মিনিটে বিমানটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। পরে ফ্লাইটটির নির্ধারিত সময়সূচি বাতিল করা হয়।

বিমানের অফিস সূত্রে জানা যায়, উড়োজাহাজটির ত্রুটি চিহ্নিত করার জন্য কারিগরি সদস্যদের একটি দল ঢাকা থেকে বরিশালে যাবেন। এই ফ্লাইটটি সোমবার সকাল ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। যেসব যাত্রী ওই ফ্লাইটে যেতে আগ্রহী তাদের নিয়ে যাওয়া হবে। বাকিদের টিকিট ফেরত দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী বলেন, বিমান বাংলাদেশের ফ্লাইটটি যথাসময়ে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছায়। পরে কারিগরি ত্রুটির কারণে এটি আর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। বিমানটি রহমতপুর বিমানবন্দরেই আছে। সমস্যার সমাধান হলে আগামীকাল সকাল ৯টায় এটি ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: