চরম দরিদ্রদের তালিকায় যুক্ত হচ্ছেন বিশ্বের ৪০ কোটি মানুষ

করোনা প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতিতে যে ধস নেমেছে তাতে চরম দরিদ্র মানুষের তালিকায় যুক্ত হচ্ছে আরও প্রায় ৪০ কোটি মানুষের নাম। ফলে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ চরম দারিদ্রসীমার নিচে চলে যাবে। বিপরীতে এই মহামারীতেও বিশ্বের ধনকুবেরদের সম্পদের পরিমাণ আরও বেড়েছে।

জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড ইন্সটিটিউট ফর ডেভেলপমেন্ট ইকোনমিক্স রিসার্চের (ডব্লিউআইডিইআর) এক গবেষণা প্রতিবেদনের বরাতে রয়টার্সে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রয়টার্স জানিয়েছে, করোনার কারণে বিশ্ব অর্থনীতিতে যে চরম ও মারাত্মক ধস নেমেছে তাতে নতুন করে আরও ৩৯ কোটি ৫০ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাবে। ফলে বিশ্বে মোট চরম দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে হবে ১১০ কোটিরও বেশি।

গবেষণায় বলা হচ্ছে, করোনার প্রকোপে চরম দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে ১১২ কোটি পর্যন্ত হতে পারে। এছাড়া দৈনিক ৪৮০ টাকার কমে জীবনযাপন করেন এমন মানুষের সংখ্যা বেড়ে ৩৭০ কোটিরও বেশি হতে পারে। ফলে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি দারিদ্র্যসীমার নিচে চলে যাবে।

গবেষণায় আরও বলা হয়, দক্ষিণ এশিয়ার মানুষ সবচেয়ে বেশি চরম দারিদ্রসীমার মধ্যে প্রবেশ করবে। একক দেশ হিসেবে এ তালিকায় প্রথমে থাকবে ভারত। এরপরই রয়েছে সাব সাহার আফ্রিকা অঞ্চলের দেশগুলো। ফলে দারিদ্র্য হ্রাসে জাতিসংঘের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার অগ্রগতি আরও ২০-৩০ বছর পিছিয়ে যেতে পারে।

 

টাইমস/জিএস

Share this news on: