নীলফামারীতে হচ্ছে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র

নীলফামারীর সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ-কেন্দ্র নির্মাণ করবে চীনা কোম্পানি ডংফ্যাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কর্পোরেশন।

মঙ্গলবার চীনের ডংফ্যাং ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কর্পোরেশনের সাথে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) এ সংক্রান্ত একটি চুক্তি সাক্ষর করে। পিডিবির পক্ষ থেকে চুক্তিপত্রে সাক্ষর করেন সচিব মিনা মাসুদুজ্জামান এবং ডংফ্যাংয়ের পক্ষে প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজার উ ইয়ানজিয়াং।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জানা যায়, প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার ৩০২ কোটি এবং পিডিবি ২১৫ কোটি টাকা দেবে। বাকি ব্যয়ভার আন্তর্জাতিক ঋণের মাধ্যমে নেওয়া হবে।

চুক্তি অনুযায়ী আগামী দেড় বছরের মধ্যে ১৮ একর জমির ওপর স্থাপিত এই বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। তেল-ভিত্তিক সিম্পল সাইকেল বিদ্যুৎ-কেন্দ্রটিতে ব্যবহার করা হবে জার্মানির সিমেন্স কোম্পানির গ্যাস টার্বাইন।

এর আগে গত বছরের ২৯ অগাস্ট সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ইপিসি ঠিকাদার নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছিল। তারপর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের এই কোম্পানিটি কাজ পায়।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: