এবার নৌপথেও পরিবহন সেবা চালু করল উবার

লন্ডনের টেমস নদীতে বোট সার্ভিস চালু করেছে বহুজাতিক জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। টেমস নদীতে দ্রুত গতির নৌপরিবহন সেবা দেয়া প্রতিষ্ঠান টেমস ক্লিপারের সঙ্গে যৌথভাবে উবার বোট সেবাটি চালু করেছে প্রতিষ্ঠানটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ২৩টি উবারবোট লন্ডনের বিভিন্ন রুটে চলাচল করবে। করোনা মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়ক ২০ সিটের বিলাসবহুল নৌযান, যেখানে আরামদায়ক আলাদা আলাদা বসার চেয়ার পাবেন যাত্রীরা। আছে টেলিভিশন মনিটর, এমনকি হালকা নাস্তা, পানীয়ের জন্য গোছানো সুন্দর কাউন্টার।

বোটের কর্মীদের পিপিই ও সুরক্ষা সামগ্রীর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের বসতে হবে দূরত্ব বজায় রেখে এবং মানতে হবে ফেস মাস্ক পরার নির্দেশ। যাত্রীরা অ্যাপ ব্যবহারের পাশাপাশি সরাসরি উবার বোটের টিকিট কাটতে পারবেন।

বৈশ্বিক মহামারি করোনা দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাজ্যের সরকার আস্তে আস্তে অর্থনীতি সচল করতে জনসাধারণের চলাচল কিছুটা শিথিল করার উদ্যোগ নিয়েছে, যে সুযোগ কাজে লাগাতেই উবারের এ উদ্যোগ।

 

টাইমস/এইচইউ

Share this news on: