৫০ শতাংশ পণ্য পরিবহন করবে দেশীয় জাহাজ

বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সমুদ্রপথে যত পণ্য আসে, তার ৫০ শতাংশ পরিবহন করতে হবে বাংলাদেশের পতাকাবাহী শিপিং করপোরেশনের জাহাজে।

সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এমন বিধান রেখে ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) আইন ২০১৯’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ৪০ শতাংশ পণ্য বাংলাদেশের পতাকাবাহী জাহাজে আনার নিয়ম রয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, যদি শিপিং করপোরেশন পর্যাপ্ত জাহাজের ব্যবস্থা করতে না পারে, তাহলে অন্য জাহাজ দিয়ে পণ্য আনার সুযোগ রয়েছে।

প্রস্তাবিত এই আইন অনুযায়ী কোনো জাহাজ যদি আইন অমান্য করে পণ্য পরিবহন করে, তাহলে পাঁচ লাখ টাকা দণ্ডের বিধান রাখা হয়েছে বলে জানান শফিউল আলম।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: