৫০ হাজার টন ভারতীয় চাল আমদানির অনুমোদন

ভারত থেকে আরও ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানিতে সায় দিয়েছে সরকার। বুধবার (৯ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ ক্রয়প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় এতে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরে ৫০ হাজার টন নন-বাশমতি সেদ্ধ চাল ক্রয়প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। যা আসবে ভারত থেকে।

তিনি আরও জানান, মোংলা ও চট্টগ্রাম বন্দর দিয়ে এ চাল সরবরাহ করা হবে। চালের মূল্য কেজি প্রতি ৩৪ দশমিক ২৮ টাকা এবং প্রতি টন ৪০৪ দশমিক ৩৫ মার্কিন ডলার।

ভারতের মুম্বাইয়ের এম এস রিকা গ্লোবাল ইম্প্যাকটস লিমিটেড থেকে এই চাল আমদানি করা হবে। গত সপ্তাহে ভারতের বীরভূম থেকে ৫০ হাজার টন চাল আমদানির যে প্রস্তাব অনুমোদিত হয়, তাতে কেজিপ্রতি দর ছিল ৩৫ দশমিক ২৭ টাকা। বীরভূম থেকে চাল সরবরাহের কাজ পেয়েছিল এম এস পিকে লিমিটেড।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: