প্রয়োজনে আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচল বন্ধ

করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বুঝে বাংলাদেশে যেকোনো সময় বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বন্ধ করে দেয়া হতে পারে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা মহড়া অনুষ্ঠানে এসব কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

প্রতিমন্ত্রী আরও জানান, বেসামরিক বিমান পরিবহন, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এভাবেই বিমান চলাচল অব্যাহত থাকবে।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ায় এবং একই ধরন বা সিকোয়েন্স বাংলাদেশে শনাক্ত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আগত যাত্রীদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কাউকে সন্দেহ হলেই তার পিসিআর ল্যাব টেস্ট করানো হবে। করোনা আক্রান্তদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী মাহবুব আলী আরও বলেন, শুধু যুক্তরাজ্য নয়, বিদেশ ফেরত সব যাত্রীদের পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট আনা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা করোনার ব্যাপারে কোনো ছাড় দিতে চাই না।

এর আগে প্রায় ৪০ মিনিটব্যাপী বিমানবন্দরের নিরাপত্তা মহড়া প্রত্যক্ষ করেন প্রতিমন্ত্রী। মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি) ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চৌকস সদস্যরা অংশ নেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, নতুন নির্দেশনা দিলো শিক্ষা মন্ত্রণালয় Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024
img
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি Apr 25, 2024
img
যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না : প্রধানমন্ত্রী Apr 25, 2024