স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডিসহ ৮ জনের নামে দুদকের মামলা

এবার ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুন-উর-রশিদসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের পক্ষে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারি পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

মামলার অন্য আসামিরা হলেন- সচেতন সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক জেসমিন রশিদ, প্রেসিডেন্ট হাসনা হেনা, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শোয়েব মাহমুদ তুহিন, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ মুনসুরুল করিম ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট আমিনুল ইসলাম।

দুদকের জনসংযোগ শাখার পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বেনামী বা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে চার কোটি টাকা ঋণ মঞ্জুর করেন। ২০১৭ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জুনের মধ্যে এই আত্মসাতের ঘটনা ঘটে।

 

টাইমস/এসএন

Share this news on: