ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনছে সরকার

ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদান করতে যাচ্ছে সরকা। এরই মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বুধবার (৩১ মার্চ) অর্থমন্ত্রণালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এসব কথা জানান তিনি।

বৈঠক শেষে অর্থমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, ক্রয়সংক্রান্ত মিটিংয়ে ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের মাধ্যমে ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিডেট থেকে এ চাল আমদানি করা হবে। এতে ১৭৬ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা খরচ হবে।

 

টাইমস/এসএন

Share this news on: