রোববার থেকে চলবে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট

আগামীকাল রোববার থেকে সৌদি এয়ারলাইনসের সব ফ্লাইট চালু করা হয়েছে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যেসব ব্যক্তির টিকিট করা ছিল, তাদেরকে নতুন করে টিকিট দেয়া হবে। এর আগে শনিবার সকাল থেকে সৌদি প্রবাসী বাংলাদেশিরা ফ্লাইট চালুর দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ শুরু করেন।

শনিবার (১৭ এপ্রিল) সৌদি এয়ারলাইনসের ম্যানেজার (বুকিং অ্যান্ড সেলস) জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সৌদি এয়ারলাইনসের এই কর্মকর্তা বলেন, যাদের টিকিট ২০ এপ্রিলের পরের তারিখের, তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।

জানা গেছে, বাংলাদেশ থেকে শনিবার সকাল পর্যন্ত মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের সৌদিগামী ৫টি ও ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইট বাতিল করা হয়। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেন প্রবাসীরা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান গণমাধ্যমকে বলেন, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে অবতরণ অনুমতি না পাওয়ায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। বিমান ও যাত্রী স্বল্পতাও অন্যতম কারণ। বিশেষ বিবেচনায় ফ্লাইট আবার চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ