ফের নিষেধাজ্ঞার কবলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বাত্মক লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। যে কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট চলাচলের ওপর নতুন করে এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার (১৯ এপিল) বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড অপারেশনস মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্বের সব দেশ এবং বাংলাদেশে থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট এবং অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত প্রথম দফার ‘সর্বাত্মক লকডাউন’ চলাকালে আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেবিচক।

তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের চারটি দেশ ও সিঙ্গাপুর রুটে প্রবাসী কর্মীদের পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলাচল করবে।

 

টাইমস/এসএন

Share this news on: