সরকার ব্যবসাবান্ধব হতে চায়: বাণিজ্যমন্ত্রী

বর্তমান সরকার ব্যবসাবান্ধব হতে চায় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার বিকেলে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন এ সরকার হবে ব্যবসাবান্ধব।

চট্টগ্রামের উন্নয়ন সবার আগে হতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রাম চেম্বার শতবর্ষী সংগঠন। প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে রপ্তানিকে ১৫ বিলিয়নে নিয়ে যেতে চাচ্ছি, সোয়া কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা বলছি। এসব করতে হলে চট্টগ্রামের উন্নয়ন সবার আগে হতে হবে।

টিপু মুনশি বলেন, চৌদ্দ আনা ব্যবসার বারো আনা এখানে। তাই সবচেয়ে বড় অফিসটা এখানেই হতে হবে। চট্টগ্রামকে প্রায়োরিটি দিতে হবে। চট্টগ্রামকে ঘিরেই পরিচালিত হবে দেশের মূল ইকোনমি।

পর্যটনে জোর দিলে বাণিজ্যনগরী প্রাণ ফিরে পাবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামের শিপবিল্ডিং আরও ভালো হতে পারে। এখানে নজর দেয়া প্রয়োজন। এর চেয়েও সম্ভাবনাময় খাত পর্যটন। সত্যি বলতে চট্টগ্রামে পর্যটন খাতে আরও অনেক কিছু হতে পারতো, যা হওয়ার কথা তা হয়নি। পর্যটনে জোর দিলে বাণিজ্যনগরী প্রাণ ফিরে পাবে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চেম্বারের সিনিয়র সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম।

এছাড়াও উপস্থিতি ছিলেন চট্টগ্রামের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী ও মেলায় আগত দর্শনার্থীরা।

 

টাইমস/এমএএইচ/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড় : দুই তারকা ক্রিকেটারসহ অনুপস্থিত পাঁচ Apr 20, 2024
img
তীব্র তাপদাহে পুড়ছে দেশ, যশোরে রেকর্ড তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি Apr 20, 2024
img
লেবুপানি খাবেন যে কারণে Apr 20, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩, হিট স্ট্রোকে একজনের মৃত্যু Apr 20, 2024
img
সর্বোচ্চ বাড়িয়ে কমল স্বর্ণের দাম Apr 20, 2024
img
উপজেলা নির্বাচনকালে আ.লীগের সব রকম কমিটি গঠন ও সম্মেলন বন্ধ : কাদের Apr 20, 2024
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ Apr 20, 2024
img
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা Apr 20, 2024
img
মালয়েশিয়ায় শোষণের শিকার বাংলাদেশি শ্রমিকরা : জাতিসংঘ Apr 20, 2024
img
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল Apr 20, 2024