ময়মনসিংহে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলার উদ্বোধন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা। মেলায় ৬১টি স্টল অংশগ্রহণ করছে।

মঙ্গলবার সকালে শহরের টাউন হল মাঠে এসএমই পণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।

এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স, নাসিব ও বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মেলায় এসে শেষ হয়। পরে সেখানে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

এর আগে টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, র‌্যাব ১৪ অধিনায়ক লে. কর্নেল. এফতেখার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাটিজের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুহাম্মদ খালেকুজ্জামান তালুকদার প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: