অর্থনৈতিক উন্নয়নে নিজস্ব বাজার সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক উন্নয়নে দেশের ভেতর নিজস্ব বাজার সৃষ্টি করতে হবে, যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, বাংলাদেশ লেদার ফুটওয়ার এন্ড লেদার গুডস্ ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান

প্রধানমন্ত্রী বলেন, সরকার নিজে ব্যবসা করে না, কিন্তু ব্যবসায়ীদের সহায়তার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে।

সরকার অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা জানান, দেশের ভেতরে নিজস্ব বাজার সৃষ্টির পাশাপাশি বিদেশেও বাজার সম্প্রসারণের ওপর জোর দেয়া হচ্ছে।

এ সময় বাজার সম্প্রসারণে বিদেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের আরও জোরালো ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আগামিতে ক্ষমতায় আসতে পারলে রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি ট্যানারি ও চামড়া শিল্প পার্ক তৈরি করা হবে।

অনুষ্ঠানে বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী ।

 

Share this news on: