প্রতিদিন ঢাকা-সিলেট রুটে ইউএস বাংলার তিন ফ্লাইট

ঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীদের বহুদিনের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স ৩১ মার্চ থেকে  প্রতিদিন সকাল-দুপুর-সন্ধ্যায় মোট তিনটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

২০১৮ সালের ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা-সিলেট একটি ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা। সিলেটবাসীদের প্রত্যাশার জন্য ৩১ মার্চ থেকে এই রুটে তিনটি ফ্লাইট পরিচালিত হবে বলে ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ মার্চ থেকে সকাল ৭টা, দুপুর ১২টা ৩৫ মিনিটে ও সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে সিলেট যাবে ইউএস বাংলার তিনটি ফ্লাইট। সিলেট থেকে ছাড়বে প্রতিদিন সকাল ৮টা ১০ মিনিটে, দুপুর পৌনে ২টায় এবং রাত ৮টা ৪০ মিনিটে। এখন থেকে ৭২ আসনের ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও ৭৬ আসনের ড্যাশ ৮-কিউ ৪০০ সিরিজের এয়ারক্রাফট দিয়ে ঢাকা-সিলেট রুটে ফ্লাইট পরিচালিত হবে।

ঢাকা-সিলেট রুট ছাড়াও বাংলাদেশের অভ্যন্তরে সকল রুটে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করে থাকে।

অভ্যন্তরীণ রুট ছাড়াও কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। তাছাড়া ৩১ মার্চ থেকে ঢাকা-চেন্নাই রুটেও ফ্লাইট চালু করছে সংস্থাটি।

 

টাইমস/এসআর/এসআই

Share this news on: