রোজায় নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোজার পণ্য সরবরাহ ও মজুদ পরিস্থিতি সংক্রান্ত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

রোজায় পণ্য পরিবহন ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, পণ্যের আমদানি পর্যাপ্ত হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে চাহিদার চেয়েও বেশি মজুদ আছে। ফলে রোজায় পণ্যের দাম বাড়ার কোনো কারণ নেই।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, মিলগেটে প্রতিকেজি পণ্যতে ৫০ পয়সা এবং খুচরা পর্যায়ে ৫ টাকা মুনাফা করলে পণ্যের দাম বাড়বে না। দাম নিয়ন্ত্রণে থাকবে।

এ সময় ব্যবসায়ীরা বলেন, দাম বাড়ার আরও একটি কারণ পথে পথে চাঁদাবাজি। এটি বন্ধ করতে হবে। এটি বন্ধ করা গেলে পণ্যের দাম বাড়বে না।

ওই বৈঠকে রমজানের অতি প্রয়োজনীয় চিনি, ডাল, ছোলা, খেজুর, ভোজ্য তেলে মজুদ ও আমদানি এবং এলসি খোলার সর্বশেষ তথ্য উপস্থাপন করা হয়।

এসব তথ্য বিশ্লেষণ করে বলা হয় প্রতিটি পণ্যের পর্যাপ্ত মজুদ আছে। ফলে রোজার সময় এসব পণ্য দাম বাড়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। দাম যাতে না বাড়ে এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চাওয়া হয়।

 

টাইমস/জেডটি

Share this news on: