নীডস ফ্যাশনের বিরুদ্ধে ৩ কোটি ৪২ লাখ টাকা শুল্কফাঁকির মামলা

বন্ডেড সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল রপ্তানিতব্য পণ্য উৎপাদনে ব্যবহার করার পরিবর্তে অবৈধভাবে খোলাবাজারে বিক্রয় করার অভিযোগে নীডস ফ্যাশনের নামে ৩ কোটি ৪২ লাখ টাকা শুল্ক ফাঁকির মামলা হয়েছে।

ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট এ মামলা করেছে।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল আমিন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ ঢাকা কাস্টমসের উপকমিশনার রেজভী আহমেদ এবং নাজিউর রহমানের নেতৃত্বে দুটি প্রিভেন্টিভ টিম মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত মেসার্স নীডস ফ্যাশন প্রাইভেট লিমিটেডে অভিযান পরিচালনা করে।

এসময় প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজে মজুদ পণ্য ইনভেন্টরি এবং নথিপত্র যাচাই করা হয়। সুনির্দিষ্ট আমদানি বিল অব এন্ট্রি ধরে যাচাইকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বন্ডেড সুবিধায় শুল্কমুক্তভাবে বিপুল পরিমাণ ফেব্রিক্স আমদানি করলেও সেগুলো ওয়্যারহাউজে প্রবেশ না করিয়েই সরাসরি চোরাই বাজারে বিক্রি করে দিয়েছে।

এ ছাড়া মজুদ পণ্যের হিসাবেও ব্যাপক গড়মিল পাওয়া যায়।

এরপর বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ২ কোটি ৮০ লাখ টাকা ও ৬২ লাখ টাকা জরিমানা করে দুটি পৃথক মামলা দায়ের করে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট।

 

টাইমস/এমএএইচ/জেডটি

Share this news on: