বাংলাদেশে বিনিয়োগ করতে চায় অস্ট্রেলিয়া

বাংলাদেশে সালফিউরিক অ্যাসিড প্লান্ট স্থাপনের প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান আউটেক সাউথ ইস্ট এশিয়া প্যাসিফিক। মঙ্গলবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেয় আউটেক সাউথ ইস্ট এশিয়া প্যাসিফিকের প্রতিনিধি দল।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত টিএসপি কমপ্লেক্সে এই প্লান্ট স্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি। এটি নির্মিত হলে সালফিউরিক অ্যাসিডের অভ্যন্তরীণ চাহিদা দেশীয় উৎপাদন থেকেই জোগান দেয়া সম্ভব হবে বলে মনে করছেন তারা।

প্রস্তাবটি বাংলাদেশের স্বার্থের অনুকূলে হলে সরকার এ বিষয়ে দ্রুত ইতিবাচক উদ্যোগ নেবে বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন শিল্পমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ সরকার শিল্পখাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানামুখী উদ্যোগ নিয়েছে। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

এসময় বৈঠকে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম শামসুল আরেফীন, প্রতিনিধি দলের প্রধান ও আউটেক সাউথ ইস্ট এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস অর্মস্টন, ব্যবস্থাপক ইন্দ্রনীল চক্রবর্তীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

টাইমস/এএস

Share this news on: