কার্বন রপ্তানিতে ভর্তুকি পেতে প্রয়োজন বিসিএমইএ’র সনদ

পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রপ্তানির বিপরীতে ২০ শতাংশ ভর্তুকি পেতে বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)-এর সনদপত্র দাখিল করতে হবে। এতদিন পাটকাঠির রপ্তানিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সনদ দিতে হত।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রপ্তানির বিপরীতে ভর্তুকির আবেদনপত্রের সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিবর্তে বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সনদপত্র দাখিল করতে হবে।

বাণিজ্যিক ব্যাংকে কিংবা নিরীক্ষার জন্য অডিট ফার্মের কাছে অপেক্ষমাণ ভর্তুকির আবেদনসহ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী ভর্তুকির আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে বলেও বলা হয় সার্কুলারে।

 

টাইমস/এএস

Share this news on: