রমজানে ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত

রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে গ্রাহক লেনদেন করা যাবে দুপুর আড়াইটা পর্যন্ত।

রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে রমজান মাসে ব্যাংকের এই অফিস কার্যক্রম ও লেনদেনের সময়সূচি জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস এবং সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।

মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এরমধ্যেও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চলবে।

রমজান শেষ হওয়ার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ মে রোজা শুরু হতে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এএস/জেডটি

Share this news on:

সর্বশেষ