রমজানে ২৪ ঘণ্টা খোলা থাকবে বেনাপোল বন্দর

রমজানে পণ্য বাজার স্থিতিশীল রাখতে বেনাপোল স্থলবন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে শুল্কভবন কর্তৃপক্ষ।

সোমবার এই নির্দেশনা দিয়ে বন্দরসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন বেনাপোল শুল্কভবনের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন।

চিঠিতে বলা হয়েছে, ইফতার ও সেহেরির সময় মুসলিম সম্প্রদায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি থাকবে এবং অমুসলিম কর্মকর্তা-কর্মচারীরা অফিস সচল রাখার কাজ চালিয়ে যাবেন।

রমজানে দ্রুত পণ্য খালাসে সংশ্লিষ্ট সব বিভাগ মঙ্গলবার থেকে পুরোপুরি কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন অর রশিদ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: