সাত দিনের ব্যবধানে পাঞ্জাবির দাম দ্বিগুণ, আড়ংকে ৪ লাখ টাকা জরিমানা

গত ২৫ মে এক ব্যক্তি ৭০০ টাকায় একটি পাঞ্জাবি কেনেন আড়ংয়ের উত্তরা শোরুম থেকে। ৩১ মে একই পাঞ্জাবি কিনতে গেলে দাম রাখা হয় ১,৩১৫ টাকা।

এই ব্যাপারে অভিযোগ জানালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত আড়ংকে চার লাখ টাকা জরিমানা করে। সাথে আউটলেটটি ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়া হয়।

সাংবাদিকদের মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গত ২৫ মে এক ক্রেতা উত্তরা আড়ং থেকে একটি পাঞ্জাবি কেনেন ৭১৩ টাকায়। একই পাঞ্জাবি ৩১ মে কিনতে গেলে দাম রাখা হয় ১,৩১৫ টাকা। অধিদপ্তরে এমন অভিযোগ করেন এক ভোক্তা। এ পরিপ্রেক্ষিতে আজ উত্তরা আড়ংয়ে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। আড়ং অভিনব কায়দায় বেশি দাম লিখে ভোক্তাদের ঠকাচ্ছে। কী অবাক করা বিষয় ছয়দিনে একটি পাঞ্জাবির দাম বেড়েছে ৬০০ টাকা। যার কোনো কারণ জানাতে পারেনি আড়ংয়ের শোরুমের কর্মকর্তারা।

আড়ং দাবি করছে, কাপড়ের ব্যবধানের কারণে দামের ব্যবধান। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখছেন।

 

টাইমস/এসআই

 

Share this news on: