বিশ্বসেরা স্বল্প খরচের এয়ারলাইনের স্বীকৃতি পেল এয়ারএশিয়া

টানা ১১ বারের মতো স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস অর্জন করল মালয়েশিয়াভিত্তিক বিমান সংস্থা এয়ারএশিয়া।

ফ্রান্সের ল্যঁ বুর্গেতে প্যারিস এয়ার শোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের ১৯তম আসরে এ পুরস্কার জিতে তারা।

এছাড়াও এশিয়ার সেরা বাজেট এয়ারলাইন ও বিশ্বসেরা বাজেট এয়ারলাইনের প্রিমিয়াম কেবিন পুরস্কার জিতে এয়ারএশিয়া।

পুরস্কার গ্রহণ করেন এয়ারএশিয়াএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা নাড্ডা বুরানাসিরি, এয়ারএশিয়াএক্স বারহাদের চেয়ারম্যান রাফিদাহ আজিজ, এয়ারএশিয়া গ্রুপ বারহাদের নির্বাহী চেয়ারম্যান কামারুদিন মেরানুন, এয়ারএশিয়া ডেপুটি গ্রুপ সিইও (এয়ারলাইনস) বো লিঙ্গাম।

এয়ারএশিয়াএক্সের চেয়ারম্যান রাফিদাহ আজিজ জানান, এ বছর তাদের বহরে এয়ারবাস এ৩৩০নিও উড়োজাহাজ যুক্ত হচ্ছে । ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের একটি বিভাগে টানা ১১বার বিশ্বসেরা হওয়ায় ২৩ জুন পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হবে।

স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসকে বিশ্বব্যাপী অ্যাভিয়েশন শিল্পের ‘অস্কার’ হিসেবে ভাবা হয়। এবারের আসরে ১০০টি দেশের দুই কোটি ১৬ লাখেরও বেশি ভ্রমণকারী তাদের জরিপে অংশ নেন। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের মে পর্যন্ত তিন শটি বিমান সংস্থাকে পর্যালোচনা করে ভোট দিয়েছেন তারা।

বর্তমানে এয়ারএশিয়া বিশ্বের ২৫টি হাব থেকে ১৪০টি গন্তব্যে যাত্রীসেবা দিচ্ছে । বাংলাদেশ থেকেও বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাত্রীসেবা দিয়ে থাকে এই বিমান সংস্থা। দীর্ঘযাত্রার ফ্লাইটে যাত্রীদের প্রিমিয়াম ফ্ল্যাটবেড দিয়ে থাকে এয়ারএশিয়াএক্স উড়োজাহাজ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: