কৃষকরা ৪ শতাংশ সুদে ঋণ পাবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) একটি প্রকল্পের আওতায় কৃষকরা চার শতাংশ সুদে ঋণ পাবে বলে সংসদে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিআরডিবি কর্তৃক ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচি’.... শীর্ষক প্রকল্পের আওতায় কৃষকরা অপ্রধান শস্য উৎপাদনের লক্ষ্যে চার শতাংশ সুদে ঋণ গ্রহণ করতে পারবে।’

এছাড়া ‘পল্লী উৎপাদন বৃদ্ধিকল্পে বিআরডিবির ‘অদম্য অভিযাত্রা প্রকল্প’ শীর্ষক প্রকল্পের আওতায় আট শতাংশ সুদে সমবায়ী ঋণ প্রদানের প্রস্তাব করা হয়েছে-বলেছেন প্রতিমন্ত্রী।

ঢাকার সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নে স্বপন ভট্টাচার্য্য জানান, বর্তমানে কৃষক সমবায় সমিতির সংখ্যা ৫৪ হাজার ২০২টি এবং এসব সমিতির সদস্য সংখ্যা ১৭ লাখ ৩০ হাজার ৮৪৩ জন। এসব সমিতির মূলধনের পরিমাণ ১৭৭ কোটি ৭৫ লাখ টাকা।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: