বার্জারের ‘ওয়ান স্টপ সার্ভিস’

গ্রাহকদের রঙ বিষয়ে বিভিন্ন পরামর্শ দক্ষ পেইন্টর দিয়ে রঙ করার কাজ করিয়ে দিতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করেছে বার্জার পেইন্টস।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে অবস্থিত বার্জার পেইন্টসের এক্সপেরিয়েন্স জোনে এক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

বার্জারের প্রজেক্ট, প্রোলিংকস ও ডেকোর প্রধান মো. হাসানুজ্জামান বলেন, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে গ্রাহকরা আমাদের কাছ থেকে পরামর্শ সেবা নিতে পারছেন। পাশাপাশি আমাদের দক্ষ পেইন্টার (রংমিস্ত্রি) দিয়ে রং করিয়ে নিতে পারছেন। চলতি বছরের পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে পর্যন্ত) আমরা ২ লাখ ৯০ হাজার বর্গফুটের কাজ করেছি।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের মানুষের সার্বিক আয় বেড়েছে। আয়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে মানুষের জীবনযাত্রার মান। প্রযুক্তি হাতের মুঠোয় থাকায় আসছে রুচির পরিবর্তন। সেই পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন আসছে মানুষের ঘরের দেয়ালে। এসব বিষয় মাথায় রেখেই বার্জার পেইন্টস নতুন নতুন সেবা চালু করছে।

মানুষের রুচি, চাহিদা ও আধুনিকতাকে সামনে রেখে এসব ডিজাইন আনা হয়। গ্রাহকরা যাতে সরেজমিন দেখে ডিজাইন পছন্দ করতে পারেন সেজন্য ঢাকাতে বার্জার পেইন্টসের চারটি এক্সপেরিয়েন্স জোন রয়েছে।

এসব এক্সপেরিয়েন্স জোনে গ্রাহকরা পরিদর্শন করে বিভিন্ন রং ও ডিজাইন নিজ চোখে দেখে পছন্দের রং ও ডিজাইন বেছে নিতে পারবেন। বাহারি ডিজাইনগুলো গ্রাহকরা হাত দিয়ে ছুঁয়েও দেখতে পারবেন। পাশাপাশি ভার্চুয়াল রিয়েলিটি এক্সপেরিয়েন্স জোনে ভিআর যন্ত্রের সহায়তায় ডিজিটাল উপায়ে কোন ধরনের দেয়ালে কোন রং আদর্শ তা দেখার সুযোগ পাবেন গ্রাহকরা বলে জানান তিনি।

তিনি জানান, দেশব্যাপী বার্জার পেইন্টসের এক্সপেরিয়েন্স জোনের আওতায় সেবা বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে। চলতি বছরে দেশের বিভিন্ন স্থানে ১৫টি এক্সপেরিয়েন্স জোন স্থাপন করা হবে। এসব এক্সপেরিয়েন্স জোন পরিদর্শন করেও গ্রাহকরা রং ও ডিজাইন সম্পর্কে ধারণা নিতে পারবেন।

ডেকোর ম্যানেজার জি এম হাসান জানান, বার্জার ‘ওয়েদার কোট অ্যান্টি ডার্ট’ প্রয়োগে ৭ বছরের ওয়ারেন্টি দিচ্ছে। স্বাস্থ্য সচেতনদের জন্য বার্জারের রয়েছে ‘বার্জার ব্রিদ ইজি’, যা পরিবেশবান্ধব ও গন্ধমুক্ত। শৌখিন গ্রাহকদের জন্য রয়েছে লাক্সারি সিল্ক পেইন্ট।

এছাড়াও ‘ভার্চুয়াল রিয়েলিটি’ এক্সপেরিয়েন্স জোন থেকে গ্রাহকরা ভিআর যন্ত্রের মাধ্যমে দেখে নিতে পারছেন কোন ধরনের দেয়ালে কোন রঙ আদর্শ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
জুনের মধ্যেই ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী Mar 29, 2024
img
বাজারে বেড়েছে মাংসের দাম, সবজিতে স্বস্তি Mar 29, 2024
img
বিএনপির ৮০ ভাগ নিগৃহীত নেতাদের তালিকা দিতে হবে : ওবায়দুল কাদের Mar 29, 2024
img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024