ডিএমডি পদে পদোন্নতি : ১৪ মহাব্যবস্থাপকের সাক্ষাৎকার বুধবার

 

রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে ২৭ জন ডাক পায়। এর মধ্যে রোববার ১৩ জনের সাক্ষাৎকার নেয়া হয়েছে। বাকি ১৪ জনের সাক্ষাৎকার বুধবার নেয়া হবে।

সূত্রে জানা গেছে, বাংলাদেশে ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের দপ্তরে বুধবার (১০ জুলাই) এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওই সাক্ষাৎকারে প্রার্থীদের মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বা ডিজিটাল ব্যাংকিং, প্রকল্প ঋণ ব্যবস্থাপনা, খেলাপি ঋণ ব্যবস্থাপনা, কর্পোরেট গভর্ন্যান্স ইত্যাদির যে কোনো একটি বিষয়ের ওপর পাওয়ার পয়েন্টে উপস্থাপন করতে হবে।

বাকি ১৪ জন হলেন- জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মো. জসীম উদ্দীন, খন্দকার আতাউর রহমান, মো. জামিনুর রহমান, মো. জাকির হোসেন, আব্দুল আওয়াল, মো. আব্দুল জব্বার, শেখর চন্দ্র বিশ্বাস, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ ইদ্রিছ, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ওয়ালি উল্লাহ, মো. গোলাম কবির, সুকান্তি বিকাশ স্যানাল, শিরীন আখতার এবং সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার সাহা।

সাক্ষাৎকার দেয়া ১৩ জন হলেন- রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, অরুন কান্তি পাল, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল মান্নান, হাউজ ব্লিডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক মো. জাহিদুল হক, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মহিউর রহমান, মো. শামীমুল হক, নিজাম উদ্দীন আহাম্মদ চৌধুরী, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশর (আইসিবি) মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন গাজি, মোহাম্মদ ইকবাল হোসেন, দীপিকা ভট্টাচার্য, মো. রফিকুল ইসলাম, মো. শাহজাহান এবং মো. রিফাত হাসান।

২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি সরকারি মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) থেকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতির ক্ষেত্রে নীতিমালা জারি করা হয়।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: