বুধবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সম্বলিত ‘মনিটরি পলিসি স্টেটমেন্ট’ বুধবার প্রকাশ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই মুদ্রানীতি ঘোষণা করা হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) সাঈদা খানম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ (সম্ভাব্য) ধরে ২০১৯-২০ সালের মুদ্রানীতি ঘোষণা করা হবে। যা চলতি বছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৫ শতাংশ কম।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে প্রথম ছয়মাসের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৬ দশমিক ৫ শতাংশ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: