রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আর বরাদ্দ দেবে না সরকার: অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ব্যাংক) সরকারের পক্ষ থেকে আর কোনো অর্থ বরাদ্দ (রিফাইন্যান্সিং) দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরের ইআরডিতে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর চেয়ারম্যান ও সিইও/ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

প্রতি অর্থবছরে ঘাটতি পূরণের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে অর্থ দিয়ে আসছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে এখন থেকে আর রিফাইন্যান্সিং নয়। প্রতি বছর যে রিফাইন্যান্সিং করতাম লস (ঘাটতি) কভার করার জন্য, দ্যাট অফ (তা বন্ধ)। দ্যাটস দ্য স্টোরি অব পাস্ট (এটা এখন থেকে অতীত)। আর কোনো দিন রিফাইন্যান্সিং হবে না।

তিনি বলেন, তাদের অর্থ আয় করতে হবে। এ দেশের মানুষকে দেখাশোনা করেই তাদের বেতন নিতে হবে।

সাংবাদিকরা জানতে চান চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকগুলোর জন্য বরাদ্দ আছে কিনা? জবাবে অর্থমন্ত্রী বলেন, এ বছরের বাজেটে বরাদ্দ নেই।

এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও সিইও/ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: