রবিকে ইন্টারনেট সেবা দিবে জেনেক্স ইনফোসিস

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবির সাথে পুজিঁবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস এর ইন্টারনেট সেবা সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়।

ডিএসই সূত্র জানায়, জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ রবির সঙ্গে ৫ বছর মেয়াদি একটি চুক্তি করেছে। এ চুক্তির ফলে জেনেক্স ইনফোসিস আইএসপি লাইসেন্সের মাধ্যমে রবির গ্রাহকদের মাল্টি-প্লে সেবা দেবে। এতে কোম্পানিটির সার্বিক মুনাফা বাড়বে।

দেশের ১৬ কোটি ৮২ হাজার নিবন্ধিত মোবাইল সিমের মধ্যে রবির ৪ কোটি ৭৬ লাখ সিম রয়েছে। এ হিসাবে মোট গ্রাহকের ২৯ দশমিক ৬৫ শতাংশ রবির।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: