‘এর চেয়ে বেশি বলা বারণ!’

নায়িকা তমা মির্জা। বেশ কিছুদিন ধরেই মানিকগঞ্জের পুরোনো এক জমিদারবাড়িতে দেখা মিলেছে তার। তবে কী কারণে সেখানে তিনি, তা জানাতেই চাইছেন না এ নায়িকা। অবশেষে এবার সেই বিষয়ে মুখ খুললেন তমা।

বললেন, জমিদার বাড়িতে শুটিং করছেন তিনি। তবে এই বাড়িটি সকলের কাছে ‘সতুবাবুর বাড়ি’ নামেই বেশি পরিচিত। তমা বলেন, পরিচালক শাহনেওয়াজ কাকলী সম্প্রতি এখানে নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবির নাম ‘ফ্রম বাংলাদেশ’।

কাজ প্রসঙ্গে তমা আরও বলেন, বেশ কিছুদিন ধরেই ছবিটির কাজ করছি। তবে পরিচালক সিনেমা নিয়ে কথা বলতে নিষেধ করেছেন! তাই এতদিন গণমাধ্যমে মুখে কুলূপ এঁটেছিলাম। তবে এখন জানানোর অনুমতি মিলেছে। ছবির কাজ এরইমধ্যে অনেকদূর এগিয়েছে। এতে আমার চরিত্রের নাম সুফিয়া। বেশ চ্যালেঞ্জিং একটা চরিত্র। এই ছবির কাহিনীতে আলাদা এক সাসপেন্স দেখতে পাবেন দর্শকরা।

তমা

তবে আর বেশি কিছু আর জানাতে চাই না এখন। কারণ, এর চেয়ে বেশি বলা বারণ আছে পরিচালকের!

‘ফ্রম বাংলাদেশ’ছবির গল্পে যতটুকু জানা যায়, এই ছবির গল্পের মূল প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। কিন্তু ছবির কোথাও সরাসরি মুক্তিযুদ্ধ নেই। তবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কোনো এলাকার এক হিন্দু পরিবারের বাড়ির ভেতরে কী পরিস্থিতির তৈরি হয়েছিল, তা নিয়ে গল্প লিখেছেন মিশু মিলন। পরে সেই গল্প থেকে চিত্রনাট্য লিখে পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলী।

জানা যায়, সেই বাড়ির ৮০ বছর বয়সের বৃদ্ধা কাননবালা। তার চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার।

বাকি কাজ কবে শুরু হবে, এমন প্রশ্নে তমা মির্জা আরো বলেন, আগামী মাসে এতে আমার বাকি কাজ শুরু হবে। আউটডোরে বেশি কাজ হচ্ছে। এই ছবিতে আরো অভিনয় করছেন গাজী আবদুন নূর। তিনি ছাড়াও ‘ফ্রম বাংলাদেশ’-এ রয়েছেন আশীষ খন্দকার, মৌসুমী নাগ, ঊর্মিলা শ্রাবন্তী কর, তমালিকা কর্মকারসহ অনেকে।

তমা জানিয়েছেন, এই ছবিটিতে ব্যতিক্রমী গল্প আর ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
জায়েদ খানের নায়িকা হচ্ছেন টালিউডের পূজা ব্যানার্জি Mar 29, 2024
img
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান Mar 29, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ Mar 29, 2024
img
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫ Mar 29, 2024
img
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড Mar 28, 2024
img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024