ছয় বছর পর ‘বউ’ নিয়ে ফিরছেন অনন্ত জলিল

দীর্ঘ দিন পর আবারও বউকে নিয়ে সিনেমায় ফিরছেন আলোচিত নায়ক অনন্ত জলিল। এর আগে ২০১৪ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল অনন্তের সর্বশেষ সিনেমা ‘মোস্টওয়েলকাম ২’। ছবিটি মুক্তির ছয় বছর পর আবারও ফিরছেন এই জুটি।

এবার অনন্ত-বর্ষা জুটি বেঁধেছেন ভিন্ন ঘরানার গল্প ও বিগ বাজেটের সিনেমা ‘দিন- দ্য ডে’তে। আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাবে ছবিটি। একটি ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন- দ্য ডে’। প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি। এর বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

এর আগে ছবিটির জন্য ২০১৮ সালে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত। ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। পাশাপাশি ইরান ও লেবাননের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও অভিনয় করছেন।

ছবিটিতে অনন্তকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। নানারকম ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসীগোষ্ঠিদের দমনে অভিযানে অংশ নিতে দেখা যাবে তাকে। ছবিটিতে ইসলাম ধর্মের সঠিক ও সুন্দর বার্তা তুলে ধরা হবে। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর ছবিটিতে থাকবে পারস্য সভ্যতার আমেজ।

২০১৯ সাল থেকে শুটিং শুরু হয় ‘দিন- দ্য ডে’র। ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্তে শুটিং হয়েছে ছবিটির।

এছাড়াও ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত দেশটির আরো অনেক লোকেশনই দেখা যাবে এ ছবিতে। পাশাপাশি বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট, হেমায়েতপুরে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যায়ন হয়েছে।

ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত অনন্ত জলিল। বিভিন্ন সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগ বার্তায় বারবার তিনি দর্শককে ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

অনন্ত বলেন, আমার দৃঢ় বিশ্বাস বাস্তবে আমার ছবির সিনেমার শুটিং দেখে আপনি হলিউডের সিনেমা দেখার অভিজ্ঞতা লাভ করবেন।

সম্প্রতি প্রযোজক সমিতির বনভোজনে অনন্ত জলিল প্রথমবারের মতো ‘দিন-দ্য ডে’ ছবির ট্রেলার উন্মোচন করেন। অ্যাকশন ও রহস্যে ঘেরা ছবিটির গল্পের প্রয়োজনে বাংলাদেশ, আফগানিস্তান ও ইরানের চোখধাঁধানো লোকেশনে মারপিটের দৃশ্য ধারণ করা হয়, যা ট্রেলারে দেখে পছন্দ করেন উপস্থিত চলচ্চিত্রকর্মীরা।

অনন্ত জানিয়েছেন, আসছে কোরবানি ঈদে ছবিটি ইরান ও বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে মুক্তি পাবে। শিগগির এর ট্রেলারটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি।

 

টাইমস/জেকে

Share this news on: