করোনা নিয়ে ভাবনা, ‘দেশপ্রেমিক হলে বাড়িতে থাকুন’

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী ভাবনা। সম্প্রতি তিনি করোনা নিয়ে এক ভিন্ন বার্তা দিয়েছেন। বলেছেন, ‘আমরা বাঙ্গালীরা জয় করতে জানি। অবশ্যই আমরা এই করোনা কাল কাটিয়ে উঠবো। সবাই বাড়িতে থাকুন। আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই বাড়িতে থাকুন।’

ভাবনা মূলত বাংলাদেশের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও তিনি একজন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী।

ভাবনা ছোট পর্দায় তার ক্যারিয়ার শুরু করেন ‘নট আউট’ নাটকের মধ্য দিয়ে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি নাটক ও ধারাবাহিকে কাজ করতে থাকেন।

এদিকে ২০১৭ সালে ভাবনার প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ মুক্তি পায়। যা পরিচালনা করেছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত পরিচালক অনিমেষ আইচ। যিনি ভাবনার স্বঘোষিত বয়ফ্রেন্ডও।

ভাবনা এ পর্যন্ত গ্রামীণফোন, মোজো, রাঁধুনি, প্রাণ, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, ফ্রুটো, দৈনিক কালের কণ্ঠ, দ্যা ডেইলি সান, পারটেক্স, স্প্রিন্ট মোবাইল ও রবি কোম্পানির পণ্য দূত হিসেবেও কাজ করেছেন।

তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে বাসায় কাটাচ্ছেন ভাবনা। এমন দুঃসময়ে ভাড়াটিয়াদের পাশেও দাঁড়িয়েছেন ভাবনার পরিবার। প্রায় ১ মাসের বাড়িভাড়া মাফ করেছেন পরিবারটি।

 

টাইমস/জেকে

Share this news on: