করোনা: মারা গেলেন নায়ক হেলাল খানের বাবা

‘হাছন রাজা’ খ্যাত নায়ক হেলাল খান। এই একটা ছবির বদৌলতে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। তবে এরপর থেকে আর তেমন একটা চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।

এদিকে বেশ কয়েক দিন ধরে জানা গিয়েছিল, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় এই নায়কের বাবা মাওলানা আব্দুন নুর খান। তবে গতরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হেলাল খানের ঘনিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের লং আইলেন্ড গুড সামারিটান হাসপাতালে করোনা চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর গত ২৫ এপ্রিল দিবাগত রাত ১টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুন নুর খান (হেলাল খানের বাবা)।

এর আগে নায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান তার বাবা করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন।

সেখানে তিনি বলেন, আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

বাবার জন্য দোয়া চেয়ে হেলাল খান সেই পোস্টে আরও জানান, তার ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।

এদিকে হেলাল খানের পিতৃবিয়োগের খবরে শোক প্রকাশ করছেন সিনেমাপাড়া। সবাই বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

 

টাইমস/জেকে

Share this news on: