অর্থ কষ্টেই সুশান্তের আত্মহত্যা?

বলিউডের ‘এমএস ধোনি’ খ্যাত সুশান্ত সিং রাজপূতের আত্মহত্যায় নেমে এসেছে শোকের ছায়া। আত্মহত্যা বিরোধী ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামুলক সিনেমার যিনি নায়ক, সেই সুশান্তই কিনা বেছে নিলেন নিষিদ্ধ মৃত্যুর পথ। এই মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না। কেন এই মৃত্যু, কেন একটি নক্ষত্রের পতন? তা নিয়ে বলিউডসহ গোটা ভারতজুড়ে চলছে কানাকানি।

এদিকে সুশান্তের আত্মহত্যার শোক সইতে না পেরে আজ মঙ্গলবার তার ভাবীও (বৌদি) বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। ভারতের বিহার রাজ্যের বাসিন্দা সুশান্তের বড় ভাইয়ের স্ত্রী আত্মহত্যা করেছেন। এই ব্যাপারগুলো কেমন যেন উদ্ভুতুড়ে লাগছে সবার কাছে।

আবার সুশান্তের আত্মহত্যার পাঁচদিন আগে তার সাবেক নারী ম্যানেজার দিশাও দশ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। ব্যাপারগুলো কি একই সূত্রে গাঁথা? নাকি কাকতালীয়?

এরই মধ্যে সুশান্ত সিং রাজপুতের লাশের ময়নাতদন্ত হয়ে গেছে। তাতে বলা হয়েছে, বলিউডের ‘এমএস ধোনি’ আত্মহত্যাই করেছেন। তবে তার পরিবারের সদস্যদের দাবি, সুশান্তকে হত্যা করা হয়েছে। এমনকি তারা এই ঘটনার সিবিআই তদন্তও দাবি করেছেন।

অপরদিকে বিভিন্ন মাধ্যমে খবর বের হয়, সুশান্ত সিং রাজপুত অর্থ সংকটে ভুগছিলেন। এরপরই ব্যাপারটি নিয়ে নতুন করে তদন্তে নামে পুলিশ। কিন্তু সুশান্তের ব্যাংক একাউন্টের হিসাবপত্র পর্যবেক্ষণ করে পুলিশ সেরকম কোনো আলামত পায়নি।

সুশান্তের পরিবার জানিয়েছে, তার কোনো আর্থিক টানাপোড়েন ছিল না। এমনকি ধার-দেনা নিয়েও তার ওপর কোনো চাপ ছিল না।

তবে সুশান্ত সিং রাজপুতের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, আত্মহত্যা সংঘটনের দিন দশেক আগে থেকেই মানসিক ভাবে প্রচন্ড ভেঙ্গে পড়েছিলেন সুশান্ত। সবার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন তিনি।

সুশান্তের গৃহপরিচারিকা জানান, আত্মহত্যা সংঘটনের দিন স্থানীয় সময় ভোর সাড়ে ৬টায় ঘুম থেকে উঠেছিলেন রাজপুত। সকাল সাড়ে ৯টার দিকে জুস খেয়ে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। এরপর অনেকবার দরজায় কড়া নেড়েও তার আর কোনো সাড়া মেলেনি। পরে পুলিশে খবর দেয়া হলে তারা এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দূষণের কারণে বছরে পৌনে ৩ লাখ বাংলাদেশির মৃত্যু Mar 28, 2024
img
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ এখন কত, জানালো বাংলাদেশ ব্যাংক Mar 28, 2024
img
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত Mar 28, 2024
img
বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ Mar 28, 2024
img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024