সালমান শাহ অপমৃত্যু মামলার তদন্ত প্রতিবেদন ১৮ ডিসেম্বর

চিত্রনায়ক সামলান শাহ (শাহরিয়ার চৌধুরী ইমন) অপমৃত্যু মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রোববার ওই দিন ধার্য করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে শাহরিয়ার চৌধুরী ইমনের ওরফে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সালমান শাহের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই সালমানকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।

Share this news on: