ময়মনসিংহে তিন দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব চলচ্চিত্র উৎসব ‌গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ'

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, এনামুল করিম নির্ঝর, নুরুল আলম আতিক, জাহিদুর রহমান অঞ্জন, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ, ইরানি নির্মাতা মোর্তেজা ফার্মবাফ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

জানা গেছে, এ উৎসবে ৩৫টি দেশের ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সিনেমা বাংলাদেশের আয়োজনে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন দিন তরুণ নির্মাতারা চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেবেন।

আয়োজক সংগঠন সিনেমা বাংলাদেশের সভাপতি হেমন্ত সাদিক জানান, উৎসবের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের দায়িত্ব পালন করবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবের বিচারকের (ফিপরেস্কি) দায়িত্ব পালন করা সাদিয়া খালিদ ও ইরানি নির্মাতা মোর্তেজা ফার্মবাফ। এছাড়া জাতীয় চলচ্চিত্র বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, নুরুল আলম আতিক ও জাহিদুর রহমান অঞ্জন।

তিনি আরও জানান, আগামী ৭ সেপ্টেম্বর উৎসবের সমাপনী দিনে বিচারকদের রায়ে পুরস্কারপ্রাপ্ত ৮টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। ওই দিন দেশ-বিদেশের ৫০ জন নির্মাতার অংশগ্রহণে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন গোলাম রাব্বানী।

 

টাইমস/এইচইউ

Share this news on: