আরও চার শিল্পী পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও চার শিল্পীকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে অসুস্থ এই শিল্পীদের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

অনুদানপ্রাপ্তরা হলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর বোন পলি সায়ন্তনী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট কাজী হারুন, আবদুর রহমান এবং অভিনেতা মহিউদ্দিন বাহার।

শিল্পী ঐক্যজোটের সহায়তায় এই চার শিল্পীকে অনুদান দেয়া হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক জি এম সৈকত।

তিনি বলেন, ২০ দিন আগে এই চারজন শিল্পীর জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তারই প্রেক্ষিতে চার শিল্পীকে ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুদান প্রদানের পর প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি এ তায়েব এবং সাধারণ সম্পাদক জি এম সৈকত।

জানা গেছে, এদের মধ্যে মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ডলির বোন পলি সায়ন্তনী। তার চিকিৎসায় মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে।

এছাড়া বয়সের ভারে চিত্রাঙ্গণ ছেড়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট কাজী হারুন। আরেক মেকআপ আর্টিস্ট আবদুর রহমান অসুস্থতার জন্য চোখে দেখতে পান না, কানেও শোনেন না।

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই প্যারালাইজড হয়ে আছেন অভিনেতা মহিউদ্দিন বাহার।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on: