আলজাজিরায় বক্তব্য : মালয়েশিয়ায় সেই রায়হান ১৩ দিনের রিমান্ডে

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার প্রদান করার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশী মো. রায়হান কবিরকে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা জানান, বুধবার রাতেই তারা জানতে পারেন রায়হানকে বৃহস্পতিবার আদালতে হাজির করে ফের রিমান্ড চাইবে পুলিশ। সে অনুযায়ী তারা আদালতে হাজির হন। তবে আদালতে বাংলাদেশ হাইকমিশনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

রায়হান আগের মতই আদালতকে বলেছেন, তিনি যা দেখেছেন তাই বলেছেন। তবে মালয়েশিয়ার কাউকে আহত করা তার উদ্দেশ্যে ছিল না। রায়হানের বিরুদ্ধে এখনও কোন অভিযোগ আনতে পারেনি পুলিশ। যোগ করেন আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা।

আরও পড়ুন

আল-জাজিরায় বক্তব্য দেয়ায় নির্বাসনে বাংলাদেশী রায়হান

আলজাজিরায় সাক্ষাৎকার: মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের ভিসা বাতিল

 

টাইমস/এইচইউ

Share this news on: