কম কিংবা বেশি ওজনে হতে পারে মৃত্যু

শরীরের কম কিংবা বেশি ওজন নানা কারণে মৃত্যু ঝুঁকি বাড়ায়। লন্ডনের স্কুল অফ হাইজিন অ্যাংন্ড ট্রপিক্যাল মেডিসিনের (এলএসএইচটিএম) গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষকরা বিএমআইয়ের প্রভাবে মৃত্যু ঝুঁকি কীভাবে বাড়ে তা দেখিয়েছেন। একইসঙ্গে নানা কারণও উল্লেখ করেছেন। বিএমআই হলো ব্যক্তির ওজন ও উচ্চতার মানসূচক।

গবেষণায় প্রমাণিত হয়েছে, ব্যক্তির উচ্চতার চেয়ে যদি ওজন কম বা বেশি হয় তাহলে ক্যান্সার ও হৃদপিণ্ডজনিত নানা রোগ ঘটে। এছাড়া ফুসফুসের সমস্যা ও ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায়।

আর কম ওজনের মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে বক্ষ, শ্বাস, হতাশাজনিত রোগে আক্রান্ত হন। এমনকি অনেকে আত্মহত্যার মতো পথও বেছে নেন বলে গবেষণায় উঠে এসেছে।

মেডিক্যাল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কারও ওজন যদি ভারসাম্যপূর্ণ না হয়, তাহলে জীবন থেকে চার বছর আয়ু কমবে।

Share this news on: