করোনায় মৃত্যুর মিছিলে বিএমএ নেতা ডা. আবদুল আহাদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আরেক চিকিৎসক। তিনি দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ মো. আবদুল আহাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাতজন।

জানান গেছে, ডা. শাহ মো. আবদুল আহাদের বাড়ি চিরিরবন্দর উপজেলার আলোকদিহি ইউনিয়নের গোছাহার গ্রামে। তবে তিনি শহরের কালীতলায় সপরিবারে বসবাস করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ। তিনি জানান, করোনা উপসর্গ দেখা দিলে ডা. শাহ মো. আবদুল আহাদের নমুনা পরীক্ষায় গত ৮ জুন করোনা পজিটিভ শনাক্ত হয়। ওই দিন থেকেই তিনি দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বুধবার সকাল সোয়া ৮টার দিকে তার মৃত্যু হয়। ডা. শাহ মো. আবদুল আহাদের ডায়াবেটিস ও হৃদযন্ত্রের সমস্যাও ছিল বলে জানান দিনাজপুরের সিভিল সার্জন।

 

টাইমস/জেকে

Share this news on: