ইনজেকশনের বিকল্প ইনসুলিন ক্যাপসুল আবিষ্কার

টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রতিদিন ইনজেকশনের সাহায্যে শরীরে ইনসুলিন নিতে হয়। তবে এখন থেকে আর তাদেরকে ইনজেকশন পুশ করা লাগবে না। কারণ বিজ্ঞানীরা ইনজেকশনের বিকল্প ইনসুলিন ক্যাপসুল আবিষ্কার করেছেন, যা মুখে খাওয়া যাবে।

সম্প্রতি ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, উদ্ভাবিত এই ইনসুলিন ক্যাপসুলের আকৃতি অনেকটা ব্লুবেরির মত এবং এতে কমপ্রেসড ইনসুলিনের তৈরি একটি শলাকা রয়েছে।

প্রাথমিকভাবে প্রাণীদেহে প্রয়োগ করে বিজ্ঞানীরা দেখেছেন যে, এই ক্যাপসুলগুলো যথেষ্ট পরিমাণে ইনসুলিন সরবরাহ করতে পারে, যা ইনজেকশনের মাধ্যমে ত্বকের সাহায্যে দেয়া ইনসুলিনের ন্যায় অনুরূপ ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়, ক্যাপসুলের মধ্যে থাকা শলাকাটি সঙ্কুচিত, এর শীর্ষে ফ্রিজিং করে শুকানো ইনসুলিন রয়েছে এবং এটা জীবাণু প্রতিরোধ্য। এটি একটি চিনির চাকতির উপর স্থাপিত সঙ্কুচিত স্প্রিং এর সঙ্গে সংযুক্ত।

ক্যাপসুলটি গিলে ফেলার পর পাকস্থলীতে থাকা পানি চিনির চাকতিটিকে দ্রবীভূত করে। তখন স্প্রিংটি ঢিল হয় এবং সূচকে পাকস্থলীর দেয়ালে প্রবেশ করিয়ে দেয়। তবে পাকস্থলীর প্রাচীরে ব্যথাগ্রাহী কোনো উপাদান না থাকায় ব্যক্তি ব্যথা অনুভব করেন না।

ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলোজির এই গবেষণায় রক্তে ইনসুলিন পুরোপুরি নিঃসৃত হতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

গবেষণায় দেখা যায়, ক্যাপসুলগুলো প্রাণীর দেহে সফলভাবে ৩০০ মাইক্রোগ্রাম ইনসুলিন সরবরাহ করেছিল।

পরে গবেষকরা এই ক্যাপসুলগুলোকে ৫ মিলিগ্রামের ডোজে পরিণত করেছিলেন, যা একজন টাইপ-২ ডায়াবেটিস রোগী প্রতিদিন ইনজেকশনের মাধ্যমে নিয়ে থাকেন।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on: