ই-সিগারেট: ‘পুরোপুরি নিরাপদ’ নয়

ই-সিগারেট নিয়ে আরো একটি নতুন তথ্য দিলো গবেষকরা। এতোদিন এর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নানান কথাবার্তা কিংবা এর ক্ষতিকারক দিকগুলো সবার জানা হয়ে গেলেও সম্প্রতি কার্ডিওভাসকুলারে এর প্রভাব নিয়ে এটাই সর্বশেষ গবেষণালব্ধ তথ্য। গবেষণা বলছে, ই-সিগারেটের বাষ্প থেকে যে লিকুইডটি ছড়ায় তা কার্ডিওভাসকুলারের ওপর যে প্রভাব ফেলে তা সাময়িক। যদিও তাতে কোনো নিকোটিন থাকেনা।

গত মঙ্গলবার রেডিওলজি জার্নালে ওই সমীক্ষাটি প্রকাশিত হয়। এতে বলা হয়, বাষ্পীকরণ স্বাস্থ্যকর মানুষের মধ্যে রক্তনালীর অস্থায়ীভাবে প্রভাবিত করে। এমআরআই স্ক্যান ব্যবহার করে এটি পাওয়া গেছে, উদাহরণস্বরূপ, মাত্র একটি ব্যবহারের পরে পায়ে ফিমোরাল ধমনীতে রক্ত প্রবাহের পরিবর্তন ঘটে। গবেষকরা নির্ধারণ করতে পারেননি যে রাসায়নিকগুলি তারা পর্যবেক্ষণের জন্য দায়ী হতে পারে।

পেনসালভানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেলম্যান স্কুল অব মেডিসিনের রেডিওলজিক বিজ্ঞান এবং বায়োফিজকের অধ্যাপক ফেলিক্স ডব্লু ওয়েহরলির মতে, কেউ হয়তো বলতেই পারে যে এতে কিছুই হয় না। কয়েক মিনিট পর সবকিছু স্বভাবিক হয়ে যায়।

তবে এটি যদি কেউ নিয়মিত নিতে থাকে তবে সবকিছু এভাবে স্বাভাবিক নাও হতে পারে। তার নেতৃত্বে থাকা গবেষক দলটি ৩১ জনের ওপর গবেষণা চালিয়েছেন। যারা কখনো ধুমপান করেননি। তবে যারা ই-সিগারেট গ্রহণ করেন তাদের হৃদরোগ প্রক্রিয়া শুরু হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। অর্থাৎ এটা খুবই ধীরগতির একটি প্রক্রিয়া।

ই-সিগারেটের প্রভাব হৃদয়, রক্তনালী, ফুসফুস এবং মস্তিস্কের প্রভাব পরিমাপ করার লক্ষ্যে গবেষণার প্রসারকে সাম্প্রতিকতম সংযোজন হিসাবে এই গবেষণাটি করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন যে গবেষণাটি প্রাথমিক পর্যায়ে থেকে যায়, প্রায়শই ল্যাব বা প্রাণীদের মধ্যে ঘটে থাকে।

উদাহরণস্বরূপ, মে মাসে করা একটি গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে ই-সিগারেটের স্বাদের বিষাক্ত প্রভাব রয়েছে - এর মধ্যে দরিদ্র কোষের বেঁচে থাকা এবং ল্যাবরেটরিতে এক ধরণের কার্ডিওভাসকুলার কোষের উপরে বৃদ্ধি প্রদাহের লক্ষণ রয়েছে।

বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সন্দেহ করেছেন যে বাষ্পীকরণে সিগারেট খাওয়ার চেয়ে স্বাস্থ্য ঝুঁকির তুলনায় ই-সিগারেটের বিষাক্ততা খুবই কম। এর উপদানগুলি যেমন স্বাদ,কণা কিংবা ভারী ধাতু ধীর গতি সম্পন্ন।

টোবাকো বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কিত স্ট্যানফোর্ড রিসার্চ-এর প্রতিষ্ঠাতা ডক্টর রবার্ট জ্যাকলার এক বক্তৃতায় বলেছেন, অ্যারোসোলাইজড প্রোফিলিন গ্লাইকোল এবং গ্লিসারিন বারবার নিঃশ্বাস ফেলতে এবং মানুষের ফুসফুসকে কী করে তা কেউ জানে না। আমরা এখন থেকে কয়েক বছর পর এর ফলাফল খুঁজে পাব। তিনি বলেন, যে আমি নিশ্চিত যে বাষ্প ধূমপাণের চেয়ে নিরাপদ। তবে তার মানে এই নয় যে এটি ‘পুরোপুরি নিরাপদ’।

 

টাইমস/এমএস 

Share this news on:

সর্বশেষ

img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024
img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024