বাগদাদির মৃত্যু নিয়ে ট্রাম্পের দাবিতে রাশিয়ার সংশয়

সিরিয়ায় মার্কিন সেনা অভিযানে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির মৃত্যুর খবর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করলেও তা নিয়ে সংশয় প্রকাশ করেছে রাশিয়া।

সোমবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সংবাদমাধ্যম আরআইএ-এর সঙ্গে আলাপকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনশেনকোভ ট্রাম্পের দাবি নিয়ে সংশয় প্রকাশ করে।

আলাপকালে ইগোর কোনশেনকোভ বলেন, সিরিয়ার ইদলিবে তুরস্ক নিয়ন্ত্রিত যুদ্ধবিরতি অঞ্চলে সাবেক আইএস নেতা বাগদাদির ওপর মার্কিন অভিযানের ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে কোনও নির্ভরযোগ্য তথ্য নেই।

বাগদাদির মৃত্যুর তথ্য নিশ্চিত করে ট্রাম্প বলেছিলেন, অভিযানকালে মার্কিন স্পেশাল ফোর্সের কুকুরের ধাওয়া খেয়ে আত্মঘাতী বিস্ফোরণে তিন সন্তানসহ নিজেকে উড়িয়ে দেয় বাগদাদি।

এর আগেও একাধিকবার বাগদাদি নিহত হওয়ার খবর এসেছিল। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এখনও বেঁচে আছে এ জঙ্গি নেতা। তখন সিরিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার খবর দেয় সংবাদমাধ্যমটি।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ জানিয়েছিলেন, ২০১৭ সালের মে মাসের শেষ দিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে। পাশাপাশি আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সিও ইতোপূর্বে বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছিল। সর্বশেষ শনিবার মার্কিন অভিযানে আবারো তার মৃত্যুর খবর এলো।

মার্কিন অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত: ট্রাম্প

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: