ভারতে গোবর ছোড়াছুড়ির উৎসব ‘লা গোবরিনা’! (ভিডিও)

ভারতের তামিলনাডুর গুমাতাপুরমে গোবর ছোড়াছুড়ি উৎসব পালনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা যার নাম দিয়েছে ‘লা গোবরিনা’।

প্রতি বছর দিওয়ালির পর এই গোবর ছোড়াছুড়ির উৎসব পালন করা হয় গুমাতাপুরমে। স্থানীয়রা এই উৎসবকে ‘গোরাইহাব্বা’ নাম দিয়েছে।

গুমাতাপুরমের বীরেশ্বরার মন্দিরের কাছে প্রায় তিন হাজার খাটাল গোবর এনে জড়ো করা হয়। তারপর সেই গোবরের গাদায় দাঁড়িয়ে ভক্তরা একে অন্যর দিকে কাঁচা গোবর ছুড়তে থাকে।

সেখানকার বাসিন্দাদের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়।

স্থানীয় বাসিন্দা প্রভু সামের বলেন, গোবরের প্রচুর ঔষধি গুণ রয়েছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে সংক্রমণ ছড়াবে। কিন্তু ভগবান বীরেশ্বরার উপর বিশ্বাস রেখে আমরা গোবর নিয়ে খেলি। এতে আমাদের কোন অসুবিধা হয়না।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: