তীব্র খরায় জিম্বাবুয়েতে ২ শত হাতির মৃত্যু

জিম্বাবুয়েতে তীব্র খরায় ২ শত হাতির মৃত্যু হয়েছে। সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পানি ও খাবারের অভাবে হাতিগুলো মারা যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান।

মঙ্গলবার গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, তীব্র খরায় জিম্বাবুয়ের হোয়াঙ্গে ন্যাশনাল পার্কের অন্তত ২০০ হাতির মৃত্যু হয়েছে। এছাড়া জিরাফ, মহিষ ও হরিণসহ অন্য অনেক প্রাণী মারা যাচ্ছে।

দেশটির পার্ক ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র তানাশে ফারও বলেন, বৃষ্টি না হলে এ অবস্থার উন্নতি সম্ভব নয়। তীব্র খরায় প্রায় সব প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক প্রজাতির পাখিও গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

এএফপি জানিয়েছে, এ অবস্থায় দেশটির বন্যপ্রাণী সংস্থা ৬০০ হাতি, দুই প্রজাতির সিংহ ও অন্য কয়েকটি প্রাণীকে অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে।

বর্তমানে প্রাণীগুলোর রক্ষণাবেক্ষণের জন্য বছরে ৪০ মিলিয়ন ডলার দরকার, কিন্তু তার মাত্র অর্ধেক জোগাড় হচ্ছে। এ খাতে সরকারের কোন বরাদ্দ নেই।

জিম্বাবুয়েতে আনুমানিক ৮৫ হাজার হাতি রয়েছে যা সংখ্যার দিক থেকে প্রতিবেশী দেশ বতসোয়ানার পর দ্বিতীয় বৃহত্তম।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: