চেক প্রজাতন্ত্রে প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে আগুনে আটজনের প্রাণহানি

মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে একটি প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ৮ জন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন।

স্থানীয় সময় রোববার সকালে চেক প্রজাতন্ত্রের পশ্চিমে অবস্থিত জার্মান সীমান্তবর্তী ভিপ্রেতি নামক শহরের একটি প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন বলেছে, অগ্নিকাণ্ডের কারণে আটজনের প্রাণহানির পাশাপাশি অন্তত ৩৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে স্থানীয় জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের অনেকেই মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন। প্রতিবেশী দেশ জার্মানির উদ্ধারকর্মীরাও হতাহতদের উদ্ধারে সহায়তা করছে। জার্মানির দুটিসহ মোট সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে ঘটনাস্থলে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে হেলিকপ্টার অবতরণ করানো যায়নি।

 

টাইমস/এইচইউ

Share this news on: