ইন্টেলের চেয়ারম্যান হলেন বাংলাদেশী ওমর ইশরাক

বিশ্বখ্যাত ও বহুল প্রচলিত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত মার্কিন নাগরিক ড. ওমর ইশরাক। ২০১৭ সাল থেকে তিনি ইন্টেলের পরিচালনা পর্ষদে যুক্ত ছিলেন। বাংলাদেশে বেড়ে ওঠা ওমর ইশরাক ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

ড. ইশরাক এশিয়াটিক সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য। এছাড়া তিনি স্বাস্থ্য বিষয়ক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান মেডট্রোনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন।

ইন্টেলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ড. ওমর ইশরাক এক টুইট বার্তায় লিখেছেন, ইন্টেলের মতো প্রতিষ্ঠান বিশ্বকে ইতিবাচকভাবে বদলে দিয়েছে। তাই এই প্রতিষ্ঠানের সেবা করার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: